kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে খুনের ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরাজের মা হত্যা ঘটনায়  দুজনের মৃত্যুদণ্ড, দুজনের তিন বছর কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. এহসানুল হক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য আসামিদের বেকসুর খালাসের আদেশ  দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মাইজবাগের মো. আবুল কাসেম ও মো. হেলিম এবং তিন বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন খোকন মিয়া ও আব্দুল আজিজ।

মামলার বিবরণে প্রকাশ, প্রতিবেশীদের সঙ্গে চলা দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের একপর্যায়ে ২০০৩ সালে মাইজবাগের বড়জোড় গ্রামে মরাজের মা খুন হন। এ ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে নিহতের ছেলে আব্দুল সালাম বাদী হয়ে  ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা