kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

এবার স্কুলের পলেস্তারা খসে শিক্ষক আহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি   

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনরসিংদীর মনোহরদীতে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণ্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত সেলিনা বেগম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। জানা গেছে এর আগে একইভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিয়নও আহত হন পলেস্তারা খসে।

জানা যায়, গতকাল দুপুর ১টায় বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে বের হয়ে শ্রেণিকক্ষের দরজার সামনে পৌঁছামাত্র হঠাৎ ছাদ থেকে পলেস্তারা খসে তাঁর মাথার ওপর পড়ে। তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রধান শিক্ষক আইনুন্নাহার বলেন, ‘গণ্ডারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বিকল্প ব্যবস্থা না থাকায় ওখানেই ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করতে হচ্ছে। এর আগে ছাদের পলেস্তারা খসে মাথায় পড়লে আমি নিজেও আহত হয়েছিলাম। কিছুদিন আগে একইভাবে বিদ্যালয়ের পিয়নও আহত হয়েছিলেন। বিদ্যালয় চলাকালীন প্রতি মুহূর্তে শিক্ষক ও ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে চিন্তায় থাকতে হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নূর মো. রুহুল সগীর বলেন, ‘বিদ্যালয় ভবনটি অনেক পুরনো। এরই মধ্যে ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের টেন্ডার হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এর কাজ শুরু হবে।’

মন্তব্যসাতদিনের সেরা