kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

অর্থনৈতিক সচ্ছলতা আনতে...

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅর্থনৈতিক সচ্ছলতা আনতে...

অর্থনৈতিক চাপ

আপনি যদি বিল পরিশোধ করতে বা ঋণ পরিশোধ করতে বিব্রত বোধ করেন, তবে আপনি সম্ভবত অর্থনৈতিকভাবে সচ্ছল নন। এই চাপটি শারীরিক সুস্থতা ও কাজের কর্মক্ষমতাকে প্রভাবিত করতে পারে। 

উপযুক্তভাবে বসবাস

বিষয়টি হলো, একজন মানুষের বসবাসের জন্য যা প্রয়োজন তা আপনার আছে কি না। বলতে গেলে এটি আপনার অর্থনৈতিক সচ্ছলতার ভিত্তি। প্রয়োজনীয় বস্তুগুলো ছাড়া আপনি বসবাস করছেন, এর মানে এই, আপনার ঋণ বাড়তে পারে।

জরুরি তহবিল

জরুরিকালীন তহবিলে আপনার কত টাকা সঞ্চয় রয়েছে সেটিও আপনার অর্থনৈতিক সচ্ছলতা নির্দেশ করে। একটি পর্যাপ্ত জরুরি তহবিল আপনার অর্থনৈতিক চাপ কমাতে পারে।  

ঋণ

এটি আপনার লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে। উচ্চ সুদের ঋণ বা ক্রেডিট কার্ডের ঋণ হলে তা মোটেই সুখকর নয়। এটি আপনার ক্রেডিট স্কোরকে নিচে নামিয়ে দিতে পারে। অতিরিক্ত অর্থ বিনিয়োগের মাধ্যমে ক্রেডিট স্কোর বাড়ানোর চেয়ে বেশি পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারেন।

অর্থনৈতিক লক্ষ্য পূরণ

আমরা চাই অতি অল্প সময়ের মধ্যে কী অর্জন করতে পারি, তা পরিমাপ করতে। কিন্তু ভবিষ্যৎ অর্থনৈতিক লক্ষ্য পূরণ করতে হলে অবশ্যই দীর্ঘমেয়াদে কী অর্জন করতে পারেন সে বিষয়ে লক্ষ রাখতে হবে।

ফোর্বস অবলম্বনে শরীফ উল্লাহ

মন্তব্যসাতদিনের সেরা