kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

গফরগাঁওয়ে বালিকাবধূ হত্যা

স্বামী-শাশুড়িসহ ছয়জনের নামে মামলা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গফরগাঁওয়ে বালিকাবধূ সাথী আক্তারকে (১৩) হত্যার ঘটনায় স্বামীসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার নিহতের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে গফরগাঁও থানায় এ মামলা করেন।

মামলায় আসামিরা হলেন সাথীর স্বামী শারফুল ইসলাম, শাশুড়ি জোসনারা বেগম, দেবর রাকিব, ননদ নাছিমা খাতুন, সাবিনা খাতুন ও শারফুলের ভগ্নিপতি কবির হোসেন। পুলিশ ঘটনার পরপরই নাছিমা খাতুনকে আটক করে।

উল্লেখ্য, উপজেলার চরমছলন্দ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাথীর সঙ্গে রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের চানু মিয়ার ছেলে শারফুল ইসলামের (৩৫) বিয়ে হয় ছয় মাস আগে। বিয়ের পর থেকে সংসারের কাজকর্ম ঠিকমতো করতে না পারায় ও যৌতুক দাবি করে সাথীকে শারফুল ও তার মা-বোনরা নির্যাতন করত। শারফুলের ভগ্নিপতি কবিরের কাচারিপাড়া গ্রামের বাড়িতে শারফুল ও তার স্বজনরা সাথীর ওপর শারীরিক নির্যাতন চালানোর সময় সে মারা যায়।

মন্তব্য