kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

সংস্কার নেই

সিংগাইরের প্রধান তিন সড়কে খানাখন্দ

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি   

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার প্রধান তিন সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কগুলো হচ্ছে বাস্তা-মানিকনগর সড়ক, সিংগাইর-সিরাজপুর সড়ক ও সিংগাইর-জামশা সড়ক। এসব সড়কের পিচ ঢালাই ও ইট-পাথর উঠে গিয়ে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দ। এক গর্ত থেকে বাঁচতে আরেক গর্তে গিয়ে আটকে যাচ্ছে ছোট-বড় যানবাহন। অনেক সময় সড়কের ওপর যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় যানজটের। তখন জনভোগান্তির সীমা থাকে না। দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হয়। এলাকাবাসী গুরুত্বপূর্ণ সড়ক তিনটি পুনর্নির্মাণ ও সংস্কারের দাবি জানিয়েছে।

উপজেলা প্রকৌশলী অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার-পাঁচ বছর আগে সড়ক তিনটির সংস্কারকাজ করা হয়। কাজ শেষ না হতেই সড়কে আবার ভাঙন শুরু হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে সিংগাইর, হরিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দারা জেলা শহর ও ঢাকায় যাতায়াত করে। বৃষ্টি হলে সড়কে কয়েকটি জায়গায় হাঁটু সমান পানি জমে। বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। বিশেষ করে গর্ভবতী মা ও মুমূর্ষু রোগীকে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার সময় দুর্ভোগের সীমা থাকে না।

ট্রাকচালক আব্বাস উদ্দিন জানান, তিনটি সড়কের অবস্থা খুবই নাজুক। ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়। দুর্ঘটনা ঘটে মানুষ মারা যাচ্ছে। স্কুলশিক্ষক আলতাফ হোসেন খান জানান, বৃষ্টির সময় সড়কগুলোর অবস্থা খুব খারাপ হয়ে পড়ায় স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হয়।

উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, ইতিমধ্যে বিশ্বব্যাংকের রুরাল ট্রান্সপোর্ট ইমপ্রুভমেন্ট প্রকল্পের (RTIP)  আওতায় বাস্তা-মানিকনগর সড়কটি পুনর্নির্মাণের টেন্ডারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সিংগাইর-সিরাজপুর ও সিংগাইর-জামশা সড়কের সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

নবনির্বাচিত সিংগাইর উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর অগ্রাধিকার ভিত্তিতে সড়কগুলোর সংস্কার ও পুনর্নির্মাণের উদ্যোগ নেব।’

মন্তব্য