kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

হালদা নদীতে ভেসে উঠল ডলফিনের মৃতদেহ

রাউজান প্রতিনিধি   

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহালদা নদীতে ভেসে উঠল ডলফিনের মৃতদেহ

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমে ডলফিনের বাচ্চার মৃতদেহ ভেসে ওঠে। ছবি : কালের কণ্ঠ

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমে আবারও ডলফিনের মৃতদেহ ভেসে উঠেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় হালদা বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনজুরুল কিবরিয়া হালদা নদী পরিদর্শনের সময় নদীর মদুনাঘাট ব্রিজের পাশে খন্দখিয়া খালের মুখে ভাসমান অবস্থায় এ ডলফিনটি দেখতে পান। এরপর তিনি সেটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তিনি বলেন, ‘মৃত ডলফিনটি বাচ্চা। বয়স প্রায় পাঁচ-ছয় মাস। এটির ওজন দেড়-দুই কেজি হবে। ডলফিনটি দ্বিখণ্ডিত ছিল। বাচ্চাটি পচে যাওয়ায় আমরা নদী থেকে তুলে আনিনি।’ তিনি আরো বলেন, নদীতে ইঞ্জিনচালিত নৌযানের পাখার আঘাতে ডলফিনের বাচ্চাটি মারা গেছে। এদিকে গত কয়েক দিন আগে এ নদী থেকে একটি মরা মাছও উদ্ধার করেছিল এলাকাবাসী। স্থানীয় লোকজন অভিযোগ করে জানায়, এ নদীতে প্রায় সারা বছর ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ থাকলেও সে নিষেধাজ্ঞা অমান্য করে রাউজান ও হাটহাজারী অঞ্চলের অসাধু ব্যক্তিরা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন এবং বিভিন্ন নৌযান চলাচল করছে। এতে হালদা নদীর মা মাছের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

মন্তব্য