kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

ঢাবির কার্জন হলের সামনে থেকে জীবিত নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় জীবিত এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কার্জন হলের সামনের বিআরটিসি বাসের নিচ থেকে ওই মেয়ে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির পরিচয় জানা যায়নি।

নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শাহিন মিয়া জানান, কার্জন হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের বহনকারী দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের নিচ থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। তখন তিনি এগিয়ে গিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুকে পড়ে থাকতে দেখেন। পরে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই বাচ্চু মিয়া বলেন, শিশুটিকে হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কে বা কারা তাকে ওই স্থানে ফেলে গেছে, তা জানা যায়নি। শিশুটির পরিচয় জানতে অনুসন্ধান চলছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, শিশুটির বয়স এক দিন হতে পারে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

মন্তব্য