kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

অনুদান পেলেন সিডরের ১১ বছর পর ফেরা শহিদুল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি   

২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিডরে নিখোঁজ হওয়ার ১১ বছর পর ফিরে আসা বাগেরহাটের শরণখোলার বাসিন্দা শহিদুল মোল্লা চিকিৎসার জন্য অনুদান পেয়েছেন। কালের কণ্ঠ’র খবর দেখে তাঁর পাশে এই সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন।

গত সোমবার রাতে অনুদানের টাকা দলের স্থানীয় নেতাদের মাধ্যমে তিনি ওই পরিবারের কাছে পৌঁছে দেন। টাকা হস্তান্তরের সময় ইসলামী আন্দোলন শরণখোলা উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মো. আবু সালেহ, মুজাহিদ কমিটির সভাপতি (সদর) মাওলানা বেলায়েত হোসেন, আন্দোলনের সাবেক সেক্রেটারি ইব্রাহিম বিন আব্দুর রশিদ, সদস্য আ. লতিফ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, ‘কালের কণ্ঠ’র সংবাদটি পড়ে আমি আবেগ-আপ্লুত হয়ে পড়ি। মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির চিকিৎসার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব।’

মন্তব্যসাতদিনের সেরা