kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

গাজীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে মিলি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে নগরীর কুনিয়াপাছর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী উজ্জল মণ্ডলকে আটক করা হয়েছে।

মৃত মিলি আক্তার (২০) ঢাকার সাভারের আনোয়ার হোসেনের মেয়ে। আর উজ্জল মণ্ডল (২৬) কুষ্টিয়া সদরের বলদা এলাকার রাজ্জাক মণ্ডলের ছেলে।

গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, মাস চারেক আগে প্রেম করে বিয়ে করেন উজ্জল ও মিলি। দুই মাস আগে তাঁরা কুনিয়াপাছর এলাকার শাহীনের বাড়ি ভাড়া নেন। এরপর উজ্জল স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। গতকাল সকালে পাশের ঘরের ভাড়াটে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মিলির লাশ দেখতে পায়। পরে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় উজ্জলকে পুলিশে তুলে দেয় স্থানীয় লোকজন।

ওসি আরো জানান, মিলির বাবা আনোয়ার হোসেনের অভিযোগ, বিয়ের পর থেকেই উজ্জল মিলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় উজ্জলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মন্তব্য