kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

ইন্টারন্যাশনাল স্পাইন কনফারেন্স আজ ঢাকায় শুরু

নিজস্ব প্রতিবেদক   

১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেরুদণ্ডের সমস্যাবিষয়ক দুই দিনব্যাপী নবম ইন্টারন্যাশনাল স্পাইন কনফারেন্স আজ রবিবার রাজধানীতে শুরু হচ্ছে। বাংলাদেশ স্পাইন সোসাইটির আয়োজনে এ সম্মেলনে অংশ নিতে এরই মধ্যেই বিভিন্ন দেশের স্পাইন বিশেষজ্ঞরা ঢাকায় এসে পৌঁছেছেন। দেশি-বিদেশি তিন শতাধিক স্পাইন চিকিৎসক এ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে  সম্মেলনের উদ্বোধন ও আগামীকাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) বৈজ্ঞানিক সেমিনারের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

বাংলাদেশ স্পাইন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. শাহ আলম জানান, এ সম্মেলনে স্পাইন সার্জারির সাম্প্রতিকতম অগ্রগতি ও প্রযুক্তিবিষয়ক বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপিত হবে। যার মাধ্যমে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের গবেষণা ও জ্ঞান পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে দেশের তরুণ চিকিৎসকরা স্পাইন সার্জারির আধুনিকতম জ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

 

মন্তব্য