kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

লাঙল প্রতীকে নির্বাচন করবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক   

১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদলীয় প্রতীক লাঙল নিয়ে এবং মহাজোটের হয়ে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে চায় জাতীয় পার্টি। গতকাল শনিবার পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে গতকাল এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেন, জাতীয় পার্টি মহাজোটের অংশ হিসেবেই নিজস্ব লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবে। দেশের মানুষ হুসেইন মুহাম্মদ এরশাদের ৯ বছরের দেশ পরিচালনার কথা মনে রেখেছে। মানুষ এরশাদের নেতৃত্বাধীন সোনালি যুগে ফিরতে চায়।

তিনি বলেন, সব দলের অংশগ্রহণে দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ২০১৪ সালের চেয়ে বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো। এটি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহায়ক হিসেবে কাজ করবে।

মন্তব্য