kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

গাউছিয়া কমিটির জশনে জুলুছ পটিয়ায়

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে এক জশনে জুলুছ পটিয়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জুলুছ শেষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে বিশ্বনবীর শুভাগমন প্রসঙ্গে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন। পরে দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাস্টার। সভাপতিত্ব করেন সমাজসেবী হাজি রফিকুর ইসলাম। উদ্বোধক ছিলেন কাউন্সিলর গোফরান রানা। প্রধান বক্তা ছিলেন ইসলামী চিন্তাবিদ ও পৌরসভা গাউছিয়া কমিটির সভাপতি আবু তাহের মুজাহিদী। মাহফিল পরিচালনায় ছিলেন সংস্থার সহসভাপতি রবিউল হোসেন। বক্তব্য দেন সমাজসেবী মো. আলী আকবর, সাধারণ সম্পাদক মো. আরফাতুর রহমান, ফয়সাল ফারুক, কামরুল ইসলাম, ইফতেখার করিম সিরাজী, আশিকুর রহমান, ফরহাদুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাঝের ঘাটা হেলাল মোল্লা জামে মসজিদের খতিব মৌলানা আহমদ হোসাইন আল কাদেরী।

মন্তব্যসাতদিনের সেরা