kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

পরীক্ষা সম্পন্ন আটক ২

পাবনা প্রতিনিধি   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাঁচটি অনুষদের অধীনে ৯২০টি আসনের বিপরীতে পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৩ হাজার ২৬০ জন।

এদিকে পরীক্ষার আগের রাতে জালিয়াতির অভিযোগে শহরের একটি বাসা থেকে দুজনকে আটক করেছে পুলিশ। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাতে পাবনা শহরের রাধানগর মহল্লার নাহার ভবন নামের একটি মেসে অভিযান চালিয়ে ফরিদ হোসেন ও হামিম নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস জানান, আটককৃতদের কাছ থেকে নকল ভর্তি পরীক্ষার খাতা, প্রশ্ন ও ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে। আটককৃতরা পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা