kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র ৫ শতাংশ বাড়ল

কূটনৈতিক প্রতিবেদক   

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা চার দশমিক ৯ শতাংশ বেড়ে সাত হাজার ৪৯৬-এ উন্নীত হয়েছে। এ হার যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী বৃদ্ধির গড় হারকেও (এক দশমিক পাঁচ শতাংশ) ছাড়িয়ে গেছে। ২০১৮ সালের ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জবিষয়ক ‘ওপেন ডোরস প্রতিবেদনে’ এ তথ্য মিলেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে ২৪তম। আর স্নাতক পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে অবস্থান ১০ নম্বরে। গত ছয় বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ৫৮ দশমিক চার শতাংশ বেড়েছে।

মন্তব্যসাতদিনের সেরা