kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক কারবারি’ নিহত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জের চরপুলিয়ামারি নামক স্থানে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন নামের এক ‘মাদক কারবারি’ নিহত হয়েছে। নিহত সুমন শহরের চরকালীবাড়ি এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।

গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের শম্ভুগঞ্জের চরপুলিয়ামারি নামক স্থানে গত মঙ্গলবার রাতে কয়েকজন মাদক কেনাবেচা করছে—এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের দুটি টিম সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সেখানে পড়ে থাকা মাদক ব্যবসায়ী সুমনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মাদক কারবারিদের ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্য ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম আহত হয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা