kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক   

১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ সোমবার রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সকাল ১১টা থেকে এক ঘণ্টার এ কর্মসূচি পালন করবে তারা।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়া গেছে। কাল (আজ) সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধন হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, ‘ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনার ফোন করে তাঁদের এ অনুমতির কথা জানিয়েছেন। এর আগে সকালে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সাক্ষাৎ চাওয়ার পাশাপাশি মানববন্ধনের অনুমতির জন্য আবেদন জানায়। তখন ডিএমপি কমিশনার কার্যালয়ে ছিলেন না। পরে ফোন করে এক ঘণ্টার অনুমতির কথা জানিয়েছেন।’

 

মন্তব্যসাতদিনের সেরা