kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

আইডিএলসি নাট্য উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআইডিএলসি নাট্য উৎসব শুরু

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে গতকাল বিকেলে ‘আইডিএলসি নাট্য উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য। ছবি : কালের কণ্ঠ

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, মঞ্চনাটকের মান বাড়ানোর জন্য প্রশিক্ষণ দরকার। শুধু বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাটকের মান বজায় রাখার জন্য যথেষ্ট নয়, এ জন্য এবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা যেতে পারে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পৃষ্ঠপোষকতা দিতে পারে। এ ছাড়া নিয়মিত মঞ্চ নাট্যকর্মীদের, যাদের জীবন-জীবিকা মূলত নাটকের ওপর নির্ভরশীল, তাদের বাছাই করে আগ্রহী করপোরেট প্রতিষ্ঠানগুলো তাদের প্রাতিষ্ঠানিক-সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বার্ষিক সম্মানীর ব্যবস্থা করতে পারে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সিং লিমিটেড আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘আইডিএলসি নাট্য উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইডিএলসি ফাইন্যান্সিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এবং অন্যতম বৃহত্তম অ্যাডভার্টাইজিং সংস্থা বিটপীর ব্যবস্থাপনা পরিচালক সারা আলী।

সংস্কৃতিমন্ত্রী আরো  বলেন, ‘রাজধানীর উত্তরা ও মিরপুর ছাড়াও সারা দেশের প্রতিটি উপজেলায় আমরা মঞ্চ তৈরির পরিকল্পনা নিয়েছি। এর ফলে তৃণমূল পর্যায়েও নাট্যচর্চার সুযোগ সৃষ্টি হবে। নাটক একটি ব্যয়বহুল শিল্পমাধ্যম। এ থেকে আয় করে শিল্পী তথা নাট্যকর্মীর জীবিকা নির্বাহ তুলনামূলকভাবে কঠিন। সে জন্য আমাদের দেশের ব্যবসায়িক বা আর্থিক কোনো প্রতিষ্ঠান নাটকের পৃষ্ঠপোষকতায় এগিয়ে এলে নাট্যকর্মীদের উচিত সে সুযোগ গ্রহণ করা। সেটি নাটকের জন্য ভালো হবে। নাটক এগিয়ে যাবে এবং সমৃদ্ধ হবে।’

উদ্বোধনী দিনে ‘হাসনজানের রাজা’ ও ‘দ্য লোয়ার ডেপথস’ মঞ্চায়িত হয়, যা পরিবেশন করে যথাক্রমে ‘প্রাঙ্গণেমোর’ এবং ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ’।

এ ছাড়া আরো আটটি দল এ উৎসবে নাটক পরিবেশন করবে।

 

 

মন্তব্যসাতদিনের সেরা