kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

মুন্সীগঞ্জে এইডস আক্রান্তের সংখ্যা ২০৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমুন্সীগঞ্জের জেলার বাসিন্দাদের একটি বড় অংশ বিদেশে অবস্থান করছে। প্রায়ই তাদের দেশে আসা-যাওয়া করতে হয়। এই বিষয়টি এইডস আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ৬৫ শতাংশ দায়ী। বর্তমানে এ জেলায় ২০৮ জন এইডস রোগী আছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষে এইচআইভি/এইডস বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোলের পরিসংখ্যান-২০১৭ তুলে ধরা হয়। এতে দেখা যায়, ঢাকা জেলার এইডস আক্রান্তের সংখ্যা ৯৪৭, ফরিদপুরে ৪২, গাজীপুরে ১৬৯, গোপালগঞ্জে ৩৩, কিশোরগঞ্জে ২৬, মাদারীপুরে ২০, মানিকগঞ্জে ৫৬, নারায়ণগঞ্জে ১৫২, নরসিংদীতে ৫৮, রাজবাড়ীতে ১৫, শরীয়তপুরে ৪০ ও টাঙ্গাইলে ৮৫ জন। এ ছাড়া বিভাগ অনুযায়ী এইডস আক্রান্তের সংখ্যা ঢাকা বিভাগে ১৮৫১, বরিশাল বিভাগে ১৩৭, চট্টগ্রাম বিভাগে ১৬৭১, খুলনা বিভাগে ৫০৩, ময়মনসিংহ বিভাগে ৬৪, রাজশাহী বিভাগে ১৪৪, রংপুর বিভাগে ৫৩ ও সিলেট বিভাগে ১০৯২ জন। এ ছাড়া এইডস আক্রান্ত ৬৩ জন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

কর্মশালায় বক্তারা বলেন, এইডস আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা নিতে অনেকটা অনীহায় থাকে। সামাজিক সম্মান ও আত্মমর্যাদার কথা মাথায় রেখে অনেক ক্ষেত্রে তারা চিকিৎসা নিচ্ছে না। এতে ধীরে ধীরে তারা মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে।

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা