kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

ময়মনসিংহ বিভাগ উন্নয়নের রোডম্যাপ নিয়ে মতবিনিময়সভা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ   

৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসরকারের ভিশন ২০২১ এবং ২০৪১-এর আলোকে ময়মনসিংহ বিভাগের উন্নয়নের রোডম্যাপ নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটি এ সভার আয়োজন করে। গতকাল রবিবার বিকেলে পৌরসভা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সভাপতি ড. মসিউর রহমান। সঞ্চালনায় ছিলেন এ কমিটিরই সদস্যসচিব টিপু মুন্সী। সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন জেলা আওয়ামী লীগ নেতা এবং গণকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক ড. সিরাজুল ইসলাম এবং বাকৃবি প্রফেসর অধ্যাপক জাকির হোসেন। সভায় বক্তব্য দেন পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ডা. হরি শংকর, ডা. তারা গোলন্দাজ, এম এ কদ্দুছ, নুরুল আমীন কালাম, প্রদীপ ভৌমিক, সৈয়দা সেলিমা আজাদ, নাসিমা খাতুন, সাজ্জাদ হোসেন, ফৌজিয়া হক, শফিক উল্লাহ, শারমীন আক্তার লাকী, নজরুল ইসলাম প্রমুখ।

সভায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রেলপথ ডাবল করা, বন্ধ রেলস্টেশনগুলো খুলে দেওয়া, ময়মনসিংহে নতুন হাসপাতাল নির্মাণ, বর্তমান হাসপাতালে পর্যাপ্ত জনবল নিয়োগ, শিশু হাসপাতাল নির্মাণ, নতুন সরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠা, নতুন বিশ্ববিদ্যালয় নির্মাণ, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা হয়।

মন্তব্যসাতদিনের সেরা