kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

খুলনায় ৪৯৪টি সুন্ধি কচ্ছপসহ গ্রেপ্তার ৩

খুলনা অফিস   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা র‌্যাব ও বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় প্রজাতির ৪৯৪টি সুন্ধি কচ্ছপসহ তিনজনকে আটক করেছেন। গত শুক্রবার গভীর রাতে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেন বন কর্মকর্তা মদিনুল আহসান।

আটককৃতরা হলেন পিকআপ ভ্যানচালক মাসুম মোল্লা (৪৩), কচ্ছপ বিক্রেতা প্রদীপ কুমার বাড়ৈ (৪৫) ও শুভদেব রায় (৩০)। তাঁদের বাড়ি বরিশাল জেলার আগৈলঝড়া এলাকায়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি পিকআপ আটক করা হয়। ওই পিকআপে আটটি ড্রামভর্তি বিলুপ্ত প্রায় প্রজাতির ৪৯৪টি কচ্ছপ ছিল। তাঁরা কচ্ছপগুলো বরিশালের আগৈলঝড়া উপজেলা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ে যাচ্ছিলেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মদিনুল আহসান জানান, কচ্ছপগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সেগুলো ঢাকার ভাওয়াল ন্যাশনাল পার্কে পাঠানো হবে। এ ছাড়া এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা এবং আটক তিনজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্যসাতদিনের সেরা