kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ঢাবিতে ‘নৈতিক স্খলন’

প্রভাষককে এক বছরের জন্য অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক উম্মে কাউসার লতাকে এক বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‘নৈতিক স্খলন’—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মেহতাব খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত শনিবার প্রভাষক উম্মে কাউসার লতাকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের কক্ষে তালাবদ্ধ অবস্থায় পায় প্রক্টরিয়াল টিম। এ ঘটনায় আকিবের স্ত্রী তাহমিনা একটি লিখিত অভিযোগ করেন। পরে এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগ কর্তৃপক্ষ প্রভাষক লতার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়। 

তবে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার ওই বিভাগের একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা