kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ভালুকায় পত্রিকা এজেন্ট বাচ্চু মিয়ার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে
ভালুকায় পত্রিকা

এজেন্ট বাচ্চু

মিয়ার মৃত্যু

স্থানীয় সংবাদকর্মীদের চোখের জলে ভাসিয়ে চলে গেলেন ময়মনসিংহের ভালুকার পত্রিকা এজেন্ট বাচ্চু মিয়া (৭০)। তিনি গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ভালুকা পৌরসভার মেজর ভিটার নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বাদ জোহর ভালুকা উপজেলা পরিষদ চত্বরে প্রথম ও বাদ আসর গফরগাঁওয়ের উথুরী গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

স্থানীয়রা জানায়, আশির দশকের প্রথম দিকে ভালুকায় এসে এজেন্টশিপ নিয়ে ছোট পরিসরে পত্রিকার ব্যবসা শুরু করেন গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের বাচ্চু মিয়া। পরে তিনি ভালুকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর অনুপ্রেরণায় স্থানীয় বেশ কয়েকজন এখন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত।

বাচ্চু মিয়ার মৃত্যুতে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ খবরে অনেকেই কান্নায় ভেঙে পড়ে। তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কালের কণ্ঠ পরিবার, ভালুকা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহাম্মেদ, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান মনিক ও ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেছুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা