kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

নাইকোর আপিল শুনানি মুলতবি

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকানাডিয়ান কম্পানি নাইকোর চুক্তি বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামী ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি মুলতবি করেন।

সূত্র জানায়, নাইকো কম্পানির সঙ্গে ২০০৩ সালে করা বাপেক্সের চুক্তি ও ২০০৬ সালে করা পেট্রোবাংলার সঙ্গে চুক্তি চ্যালেঞ্জ করে ২০১৬ সালে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম হাইকোর্ট রিট আবেদন করেন। নাইকোর সঙ্গে করা এ দুটি চুক্তি বাতিল ঘোষণা করে গত ২৪ আগস্ট রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পত্তি রাষ্ট্রীয় হেফাজতে রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি গ্যাসকূপে বিস্ফোরণের ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত বা নিম্ন আদালতে এ বিষয়ে বিচারাধীন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কম্পানিটিকে টাকা দেওয়া বন্ধ রাখতেও বলা হয়। হাইকোর্টের এ রায়ের পর নাইকো আপিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এই আপিলের ওপর বর্তমানে শুনানি চলছে।

মন্তব্যসাতদিনের সেরা