kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

ডুয়েটে ভাঙচুর ৮ শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (ডুয়েট) আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের জন্য বহিষ্কারসহ জরিমানা করা হয়েছে। পরীক্ষা পেছানোর দাবিতে গত ৩১ অক্টোবর ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলো—সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম পর্বের সুমন মিয়া, একই বিভাগের ও বর্ষের  তুষার চন্দ্র বর্মণ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম পর্বের হুমায়ুন করির রাজু, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের প্রথম বর্ষের রুহুল আমিন, একই বর্ষের প্রথম পর্বের মো. সোলায়মান রাজন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের প্রথম পর্বের মো. রবিউল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের প্রথম পর্বের মো. সাদ্দাম হোসেন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম পর্বের আব্দুর রহমান।

মন্তব্যসাতদিনের সেরা