kalerkantho

শুক্রবার । ২১ জুন ২০১৯। ৭ আষাঢ় ১৪২৬। ১৮ শাওয়াল ১৪৪০

রোহিঙ্গাদের থেকে আমরা মুখ ফেরাব না : জোলি

কূটনৈতিক প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে জোরালো আবেদন জানিয়েছেন বিশ্বখ্যাত চলচ্চিত্র তারকা ও জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ওই আবেদন জানান।

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘মাত্র দুই মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এটি বিশ্বে সবচেয়ে দ্রুততম ও ক্রমবর্ধমান শরণার্থী সংকট।’ তিনি বলেন, ‘আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বড় অংশই নারী ও শিশু, নবজাতক ও বৃদ্ধ। তারা ক্লান্ত, আহত, ক্ষুধার্ত ও ভীত হয়ে এসেছে।

মন্তব্য