kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

লক্ষ্মীপুরে সেই এডিসি ও সাবেক সিভিল সার্জনের সমঝোতা

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলক্ষ্মীপুরে সেই অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সালাহ উদ্দিন শরীফের মধ্যে অবশেষে সমঝোতা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন ও স্থানীয় চিকিত্সকদের বৈঠক হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সমঝোতা হয়। এ সময় তাঁরা একে অন্যকে জড়িয়ে ধরেন।

ডা. সালাহ উদ্দিন শরীফ বলেন, ‘আমাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটি আলোচনার মাধ্যমে নিরসন করেছি। প্রশাসনকে সঠিকভাবে পরিচালনার জন্য সার্বিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এডিসি শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘এখন আমরা একে অন্যকে চিনেছি, জেনেছি, বুঝেছি। একে-অন্যকে চিনতে না পারায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এখন আমরা লক্ষ্মীপুরের উন্নয়নের স্বার্থে ৪ ডিসেম্বরের ঘটনা ভুলে গেছি।’

সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) হোমায়রা বেগম, জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মো. মোস্তফা খালেদ আহমদ, জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটোয়ারী, জেলা স্বাচিপের নেতা ডা. জাকির হোসেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

 

মন্তব্যসাতদিনের সেরা