kalerkantho

বৃহস্পতিবার । ২৭ জুন ২০১৯। ১৩ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

জামায়াত-শিবিরের সঙ্গে আঁতাতের অভিযোগ

আরএমপির ছয় সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরএমপির ছয় সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজির ছাত্রী সাদিয়া আক্তার হত্যার বিচার দাবিতে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : কালের কণ্ঠ

রাজশাহী মহানগর পুলিশের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ী, জামায়াত-শিবির নেতাকর্মীর সঙ্গে আঁতাত এবং ঘুষ বাণিজ্যের ব্যাপক অভিযোগ উঠেছে। কয়েক দিন আগে ‘প্রেস বিজ্ঞপ্তি’ আকারে ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে আরএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। যদিও নাম-ঠিকানা নেই ওই অভিযোগে। কিন্তু তথ্যনির্ভর এ অভিযোগ পুলিশের ভেতরের সদস্য ছাড়া এভাবে করা সম্ভব নয় বলেও দাবি করেছেন অনেকে। এ নিয়ে আরএমপিতে ব্যাপক তোলপাড় চলছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে মাঠে নেমেছে মহানগর পুলিশ।

জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘এ ধরনের অভিযোগ থাকলে সেগুলো তদন্ত করা হবে। কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না।’

অভিযোগ ওঠা ছয় কর্মকর্তার অধিকাংশের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এর আগেও একাধিক সময় পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তাঁদের কাউকে কাউকে শাস্তিমূলক বদলিও করা হয়েছে এর আগে। কিন্তু তাঁরা পুনরায় ফিরে এসেছেন নগর পুলিশে।

জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখ্য কর্মকর্তা ইফতেখায়ের আলম কালের কণ্ঠকে বলেন, ‘এ ধরনের অভিযোগ ওঠার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানি।’

মন্তব্যসাতদিনের সেরা