kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে ঢাকার উদ্বেগ

‘ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান’

কূটনৈতিক প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেযুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের এসংক্রান্ত প্রস্তাবগুলোর কাঠামোর আওতায় জেরুজালেমের আইনি অবস্থান সংরক্ষণের ওপরও বাংলাদেশ জোর দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার রাতে এক বিতর্কিত সিদ্ধান্তে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পূর্ব জেরুজালেমকে নিয়ে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানোর লক্ষ্যে বাস্তবধর্মী উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তি প্রকাশের আগে গতকাল বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের ঘোষণা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী ফিলিস্তিনের অধিকার রক্ষায় মুসলিম দেশ ও মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত কম্বোডিয়া সফর বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা ট্রাম্পের ওই ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বক্তব্য হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সুয়োমোটো ঘোষণা দিয়েছেন, তা কারও কাছে, মুসলিম বিশ্বের কাছে  কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেননা জেরুজালেম প্রশ্নে জাতিসংঘের সিদ্ধান্ত (রেজুলেশন) আছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ীই পদক্ষেপ নেওয়া উচিত। জাতিসংঘের সিদ্ধান্তকে এভাবে অগ্রাহ্য করা কেউই মনে নেবে না।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা মনে করি, ফিলিস্তিনের একটা অধিকার রয়েছে। তাদের একটা নিজস্ব রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। নিজস্ব রাষ্ট্র হতে হবে। ১৯৬৭ সালে ফিলিস্তিনের যে সীমানা ছিল, পূর্ব জেরুজালেম তাদেরই জায়গা, সেটাই থাকা উচিত। এর বিরুদ্ধে একতরফাভাবে কিছু করা মানে সারা বিশ্বে শান্তি নষ্ট করা।’

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে এবং বৈশ্বিক ফোরামে সরব রয়েছে। দখলদার ইসরায়েলকে বাংলাদেশ এখনো স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই।

মন্তব্য