kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

শাবিপ্রবিতে আজ ভর্তি পরীক্ষা

শাবিপ্রবি প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ক্যাম্পাসে সব ধরনের মিছিল, সমাবেশ, ব্যানার, পোস্টার, লিফলেট লাগানো ও বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছে প্রক্টরিয়াল বডি।

ভর্তি কমিটির সদস্যসচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম বলেন, ‘ভর্তি পরীক্ষা নিজস্ব ক্যাম্পাসসহ সিলেট নগরের ৩৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর দুটি ইউনিটের (এ ও বি) এক হাজার ৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫২ হাজার ২৭৯টি।’ তিনি আরো বলেন, ‘পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সিলেট জেলার সহকারী কমিশনার মো. ইশতিয়াক ইমন ও শেখ জাহিদ হাসান প্রিন্সের নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।’

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ভর্তি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। যেকোনো ধরনের জালিয়াতি ঠেকাতে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।’

মন্তব্য