kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

কাগতিয়ায় ৮৬তম এনামি জলসা আজ

নিজস্ব প্রতিবেদক   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের রাউজানের বিনাজুরি কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ  মাদরাসা ময়দানে দিনব্যাপী বার্ষিক এনামি জলসা আজ শনিবার। জলসার ৮৬তম এই আয়োজন শুরু হবে সকাল ১১টায়। সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এই জলসায় যোগদানের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন ইসলামী সংগঠক বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সচিব ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ শাব্বির আহমেদ মোমতাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. এস এম রফিকুল আলম, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ এনামুল হক মোজাদ্দেদি ও ড. মুহাম্মদ মানজুরুর রহমান, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান প্রমুখ।

মন্তব্য