kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুল

আমাদের বুকে চেপে বসেছে জালিম সরকার

টাঙ্গাইল প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে একটি দখলদার, অত্যাচারী, নির্যাতনকারী, জালিম সরকার আমাদের বুকের ওপর চেপে বসেছে। এই জালিম সরকারের হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, সে জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে জুলুমবাজ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন সহায়ক সরকারের অধীনেই হতে হবে, যেখানে সব রাজনৈতিক দলের সমান অধিকার থাকবে।’

গতকাল শুক্রবার দুপুরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে খালেদা জিয়াকে এমনকি বিএনপি নেতাদের দূরে রেখে নির্বাচনের ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণ সে নির্বাচন মেনে নেবে না। তাই আগামী দিনে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে।’

এ সময় বিএনপির সহসভাপতি শামসুজ্জামামান দুদু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

আমরা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছি : কাদের সিদ্দিকী এদিকে আলাদাভাবে মওলানা ভাসানীর মাজার জিয়ারত শেষে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর-উত্তম বলেছেন, ‘আমরা রাজনৈতিক শিষ্টাচারের বাইরে চলে গেছি। মওলানা ভাসানীর মতো মানুষের আমাদের দেশে আজ যে সম্মান পাওয়ার কথা ছিল, তিনি তার কিছুই পান না। রাজনৈতিক আবহাওয়া লোহার খাঁচায় বন্দি থাকলে অশুভ তত্পরতার সম্ভাবনা বেশি থাকে।’

অন্যান্য কর্মসূচি : দিনের শুরুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাসানীর পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, জাগপা, ভাসানী ন্যাপ, জেপি, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেস ক্লাব, ভাসানী ফাউন্ডেশন, ভাসানী একাডেমি, ভাসানী কলেজসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ ছাড়া সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শিরণি বিতরণ ও বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য