kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

ফেনীতে ইয়াবার চালান আটক

এসবির এএসআই শাহীন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি   

১৮ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেফেনীতে ইয়াবার বিশাল চালান আটকের ঘটনায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মো. শাহীন মিয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে ফেনী সদরে জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মোহাম্মদ জাকির হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেনী সিআইডির পরিদর্শক মো. ইউসুফ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ২১ জুন ফেনীর মহীপালের কাছে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে র‌্যাব-৭-এর একটি দল একটি বিলাসবহুল গাড়িতে তল্লাশি চালিয়ে ছয় লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। সেই সঙ্গে ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে কর্মরত এসবির এএসআই মো. মাহফুজকে আটক করে। র‌্যাব এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দিয়ে মাহফুজকে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হয়। ইয়াবার ওই চালানটি কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল বলে জানান মাহফুজ। আটক করা প্রাইভেট কারের মালিকও ছিলেন। দীর্ঘ তদন্তে সিআইডি ওই ইয়াবার চালানের ঘটনায় রাজধানীর বিভিন্ন বিভাগে কর্মরত কয়েকজন পুলিশ সদস্য, উচ্চ আদালতের একাধিক আইনজীবী ও আইনজীবী সহকারীর সংশ্লিষ্টতার তথ্য পায়। আসামি মাহফুজের স্বীকারোক্তি মতে রাজধানীতে বিশেষ শাখায় কর্মরত এএসআই শাহীন মিয়াকে গ্রেপ্তার করেন সিআইডির কর্মকর্তারা।

মন্তব্য