kalerkantho

শুক্রবার । ২১ জুন ২০১৯। ৭ আষাঢ় ১৪২৬। ১৮ শাওয়াল ১৪৪০

সুরঞ্জিত সেনগুপ্ত লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদীর্ঘদিন ধরে অসুস্থ প্রবীণ রাজনীতিক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে গতকাল শনিবার রাতে গুরুতর অবস্থায় রাজধানীর ধানমণ্ডিতে ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।

এর আগে গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়ায় একই হাসপাতালের হৃদরোগ বিভাগে সিসিইউতে ভর্তি হন সুরঞ্জিত। গত রাত প্রায় ৯টার দিকে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, রক্তে হিমোগ্লোবিনের অভাবজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এ ছাড়া গত বছর আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন তিনি। সুরঞ্জিতের দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।

সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। রাজনৈতিক জীবনের শুরুতেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তী সময়ে এই নেতা মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর বাইরে ১৯৯৬ সালে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদবিষয়ক উপদেষ্টা হিসেবে। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় গেলে রেলমন্ত্রী হন সুরঞ্জিত।

মন্তব্য