kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

১১৯ শিশুকে বঙ্গবন্ধু শিশু-কিশোর পদক প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ বছর ১১৯ জনকে পুরস্কৃত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সংগঠনটি প্রতিবছর সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। গতকাল বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। এবার ২২তম আয়োজনে ১১টি বিষয়ে চারটি গ্রুপে দুই হাজার ১০০ শিশু অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানান, দেশের ৫৮টি জেলা থেকে প্রাথমিক বাছাই শেষে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গতকাল আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শিশু-কিশোর মেলার চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব ইয়াছিন মোহাম্মদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ম. এনামুল হক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি নাসির আহমেদ, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা