kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

‘বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশি’

নিজস্ব প্রতিবেদক   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বদরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করা কয়েকজন ব্যক্তিত্বের সাফল্যগাথা নিয়ে রচিত হলো ‘বহির্বিশ্বে আলোকিত বাংলাদেশি’ গ্রন্থ। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক রহমত আলী সম্পাদিত গ্রন্থটির প্রকাশনা উৎসব ও আলোচনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, অ্যাডভোকেট মনজিল মোরশেদ, মুহাম্মদ আবদুল খালেক, খন্দকার মোজাম্মেল হক, ডা. সরোয়ার আহমেদ, গাজীউল হাসান খান প্রমুখ।

রহমত আলী বলেন, প্রবাসে বাংলাদেশিরা প্রতিনিয়ত যেসব সাফল্যগাথা তৈরি করে চলেছে, তার বিবরণ এ রকম একটি সংকলনে তুলে ধরা সম্ভব নয়। তাদের সাফল্যের গল্প তুলে ধরতে আরো অনেক সংকলন প্রয়োজন। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গ্রন্থটিতে ব্রিটিশ-বাংলাদেশি এমপি রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক, ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, যুক্তরাষ্ট্রের প্রথম বাঙালি বংশোদ্ভূত কংগ্রেসম্যান হ্যানসান হাশিম, সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড. ওসমান সিদ্দিক, মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ড. এন নীনা আহমেদ, নাসার রকেট বিজ্ঞানী ড. এ রহমান খান, নাসার বিজ্ঞানী আতিক উজ জামান, নাসার গবেষক তনিমা তাসনিম অনন্যা, বিল গেটসের কম্পিউটার শিক্ষক সালমান খান, প্রথম অস্কার বিজয়ী বাংলাদেশি নাফিজ বিন জাফর, কৃত্রিম ফুসফুস উদ্ভাবক আয়েশা আরেফিন, বিবিসির প্রথম এশিয়ান প্রেজেন্টার কণি হক,  কোরিওগ্রাফার আকরাম খানসহ কৃতী বাঙালিদের পরিচিতি তুলে ধরা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা