kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

কানেকটিকাটে বসন্ত উৎসব

নিউ ইয়র্ক প্রতিনিধি   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে ‘বসন্ত উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ‘সংগীত একাডেমি’ ম্যানচেস্টারে ‘বসন্ত উত্সব ১৪২২’-এর আয়োজন করে।

ম্যানচেস্টারের কমিউনিটি ব্যাপ্টিস্ট চার্চের মিলনায়তনে স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হয় এ উৎসব। বসন্তের গান ও কবিতার পাশাপাশি নানা আয়োজন চলতে থাকে রাত পর্যন্ত। গত কয়েক বছর ধরে এ বসন্ত উৎসব প্রবাসী বাঙালিদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। মেয়েরা বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর ও খোঁপায় ফুল জড়িয়ে এবং পাঞ্জাবি ও ফতুয়া পরা ছেলেরা বসন্তবরণের বিভিন্ন আয়োজনে অংশ নেন বলে জানান সংগীত একাডেমির পরিচালক কৌশলী ইমা।

মন্তব্যসাতদিনের সেরা