kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

তানোরে বিদ্যুতের আগুনে পুড়ে কয়লা শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী   

১৩ মার্চ, ২০১৬ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজশাহীর তানোরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পুড়ে কয়লা হয়েছেন এক শ্রমিক। একই সঙ্গে খড়বোঝাই একটি ট্রাকও ভস্মীভূত হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম কানু মিঞা (২৭)। তিনি জেলার গোদাগাড়ী উপজেলার ভাতমা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি ওই ট্রাকের শ্রমিক ছিলেন। একই ঘটনায় কানুকে বাঁচাতে গিয়ে তাঁর ছোট ভাই আল আমিন (২৪) গুরুতর আহত হয়েছেন। তাঁকে তানোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কানুর সহকর্মী ফিরোজ জানান, তানোরের মুণ্ডুমালা থেকে খড়বোঝাই একটি ট্রাক গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। ওই ট্রাকের খড়ের ওপরে ছিলেন কানু, আল আমিনসহ আরো কয়েকজন শ্রমিক।

মন্তব্যসাতদিনের সেরা