kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশি হজযাত্রী নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

২২ আগস্ট, ২০১৫ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক হজযাত্রী নিহত হয়েছেন। মদিনায় গত বৃহস্পতিবার রাতে একটি গাড়ির চাপায় মৃত্যু হয় তাঁর। নিহতের নাম মোহাম্মদ আম্বর আলী (৫২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর এলাকার বাসিন্দা।

বাংলাদেশ হজ মিশন সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ পড়তে মসজিদে নববীতে যাচ্ছিলেন আম্বর আলী। যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আম্বর আলী সরকারিভাবে হজে গিয়েছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর বি.ই. ০২৪৬১৫৯, আইডি নম্বর ৯৯৬২৮৮৩।

এ নিয়ে এবার সৌদি আরবে দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে গত মঙ্গলবার ঢাকার শাহজাহানপুরের মীর লিয়াকত আলী (৬১) নামে এক হজযাত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মন্তব্য