<p>অসদাচরণসহ পলায়নের গুরুতর অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ৩ জুলাই এ বিষয়ে অফিস আদেশ জারি করে আইন ও বিচার বিভাগ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1542086"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : প্রেস সচিব" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/07/05/1751706396-0e7159c72b2f7660279ef03129949c21.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে : প্রেস সচিব</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/07/05/1542086" target="_blank"> </a></div> </div> <p>অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধিমতে আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative" data-id="1542104"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাসিনার লুটপাটের থিমে চারটি নতুন পোস্টার প্রকাশ" class="img-fluid rounded-start m-0 w-100" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/07/05/1751708967-f0b1ad21ae97997b88e52742e758ece7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p class="p-1 m-0 lh-sm">হাসিনার লুটপাটের থিমে চারটি নতুন পোস্টার প্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/social-media/2025/07/05/1542104" target="_blank"> </a></div> </div> <p>এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।</p> <p>জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত আনিসুর রহমান। যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত।</p>