<p style="text-align:justify">দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।</p> <p style="text-align:justify">বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">সদ্য গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, নাগরিক হিসেবে যথাযথ দায়িত্ব পালন এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করুন।</p> <p style="text-align:justify">বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, পৃথিবীব্যাপী পারস্পরিক ব্যবধান এবং দ্বন্দ্ব বাড়ছে। সহমর্মিতা নিয়ে মানুষের সহাবস্থান এখন কল্পনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। </p> <p style="text-align:justify">জাতীয় ও বৈশ্বিক এই অস্থিরতা দূর করে শান্তির পৃথিবী গড়ার দায়িত্ব তরুণদের নেওয়ার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।</p>