<p>দেশ-বিদেশের সাংবাদিকদের নিয়ে আয়নাঘর ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার দুপুরে ঢাকার কচুক্ষেতে ডিজিএফআই এবং উত্তরা ও আগারগাঁওয়ে র‍্যাবের আয়নাঘর পরিদর্শন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে সরকারের আরো কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।</p> <p>আয়নাঘর পরিদর্শন শেষে সেখানকার ভয়াবহ তথ্য দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি এক শব্দে এটিকে ‘নৃশংস’ বলে জানিয়েছেন।</p> <p>বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘নৃশংস! এটাই আমাদের দেখা সবচেয়ে ভয়ংকর আয়নাঘর। তিন ফুট বাই এক ফুটের সেল। দুই বিঘত জায়গায় টয়লেট। বাকি দুই ফুটে হাঁটু মুড়ে বসে থাকার জায়গা।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি হলো গুমের শিকার মানুষদের মুক্তি। বাংলাদেশে যেন আর কখনো গুমের মতো মানবতাবিরোধী কিছু না ঘটে, সেটা নিশ্চিত করতে আমরা কাজ করছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আয়নাঘর নিয়ে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/12/1739358460-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আয়নাঘর নিয়ে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/02/12/1480150" target="_blank"> </a></div> </div> <p>মাহফুজ আলম বলেন, ‘আমরা সরকার গঠনের মাত্র ১৯ দিনের মাথায় গুম কমিশন গঠন করেছি, যারা দিন-রাত কাজ করে নৃশংসতার বিবরণগুলো ডকুমেন্ট করেছে। ২১ দিনের মাথায় আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করেছি। আজকে মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী দেখবেন হাসিনার নৃশংসতার কিছু নমুনা। আরো শ শ নমুনা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে।’</p> <p>সরকারের এই উপদেষ্টা জানান, গত ৬ মাস গুম কমিশন গুমের ভিক্টিমদের সাক্ষ্য নিয়ে, তদন্ত করে গুমের স্থান, কাল ও সত্যতা নিরূপণ করেছে। সে সূত্রে আইসিটি ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিচারের কাজও শুরু হয়েছে। গুমের শিকার প্রতিটা মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা গণ-অভ্যুত্থানের সরকারের অঙ্গীকার।</p>