<p>পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডকে ঢাকা উসকানিমূলক বলে মনে করায় নয়াদিল্লিকে প্রতিবাদ জানিয়েছে ঢাকা।</p> <p>বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে।</p> <p>এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদলিপি হস্তান্তর করেছে।</p> <p>শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকলেও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো জবাব পায়নি ঢাকা।</p> <p>তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও এ ধরনের প্রচেষ্টার প্রতিবাদ জানাল।</p>