<p>নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্য তার ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন।’</p> <p>গতকাল (শনিবার) উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আগামী বছরই আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। (এটি) আমার ব্যক্তিগত মতামত। জানি না কী হবে।’</p> <p>আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের ওই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে এসব তথ্য জানান অপূর্ব জাহাঙ্গীর। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব মো. শফিকুল আলম ও উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আ. লীগ ও জাপা দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে : জি এম কাদের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/07/1733575218-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আ. লীগ ও জাপা দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করে : জি এম কাদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/07/1454897" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ক কোনো ঘোষণা আসেনি। তার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে।’</p> <p>কবে ঘোষণা আসতে পারে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন।’</p> <p>একই প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়ার পর শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে।</p> <p>তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে, যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য চাওয়া যায়।</p>