<p>ছাত্র-জনতার অংশীদারিবিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ডাকা কর্মসূচির সময় পরিবর্তন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেল ৩টার পরিবর্তে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করবে তারা।</p> <p>সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।</p> <p>তিনি বলেন, ‘ছাত্র-জনতার অংশীদারিবিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে আজকে বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল ডাকে। অন্যদিকে বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমমনা দাবিতে পর পর দুটি প্রগ্রাম হওয়ায় আমরা সবাই মিলে বিকেল ৪টায় একসঙ্গে প্রগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছি।<br /> বিকেল ৩টার পরিবর্তে বিকেল ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।’</p>