<p>জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার ভলকার টার্ক তিন দিনের সফরে চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন। তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান। গত আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতিসংঘের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধির এটিই প্রথম ঢাকা সফর।</p> <p>জানা গেছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান বাংলাদেশ সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সরকারের পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নাগরিক সমাজ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে।</p> <p>১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে জাতিসংঘের একটি তদন্তদল। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তর ওই তদন্তদল গঠন করেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভলকার টার্ক।</p> <p>এর আগে তিনি ২০১৭ সালে মায়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের সময় আন্তর্জাতিক শরণার্থী সংস্থার সহকারী হাইকমিশনার হিসেবে সফরে এসেছিলেন।</p>