<p>ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গত মঙ্গলবার যথাযথ গুরুত্ব সহকারে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে বক্তারা শিশুর অধিকার ও বিশ্ব শিশু পরিস্থিতি তুলে ধরেন। হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</p> <p>পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়। পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী তার সমাপনী বক্তব্যে শিশু অধিকার বাস্তবায়নে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্প্রদায়কে যথাযথভাবে এগিয়ে আসার আহবান জানান। তিনি বৈষম্যহীন সমাজ গঠনে শিশুদের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং যথাযথভাবে শিশুর বেড়ে ওঠা, মানসিক বিকাশ, সুরক্ষা ও অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার প্রতি জোর দেন। বিশেষ করে কন্যা শিশুর প্রতি যত্নশীল হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।</p> <p>আলোচনা শেষে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, দিবসটি উদযাপন উপলক্ষে ৬ অক্টোবর রবিবার শিশুদের অংশগ্রহণে হাইকমিশনে বেশ কিছু প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্নের পর ইসলামাবাদের রাজনৈতিক অবস্থা বিবেচনায় তা স্থগিত করা হয়।</p>