<p>আগামীকাল বৃহস্পতিবারও ঢাকাসহ দেশের কোনো কোনো অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে শুক্রবার থেকে বৃষ্টিপাত অনেকটাই কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ক্রমে কমতে কমতে মাসের মাঝামাঝি সময়ে প্রায় বৃষ্টিহীন হয়ে যেতে পারে দেশ। </p> <p>এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) পর্যন্ত কিছুটা বৃষ্টি থাকবে। শুক্রবার থেকে তা অনেকটাই কমে আসতে পারে। ১৩ বা ১৪ অক্টোবরের দিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে এ সময় বৃষ্টি আরো কমে যেতে পারে। এতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।</p> <p>তবে বড় পরিসরে তাপমাত্রা বাড়া বা তাপপ্রবাহ ফিরে আসার আশঙ্কা আপাতত নেই বলে জানিয়েছেন ওমর ফারুক। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাপমাত্রা খুব বেশি বাড়ার আশঙ্কা নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। </p> <p>এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। </p> <p>শুক্র ও শনিবার বৃষ্টিপাতের বিস্তৃতি অনেকটাই কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (১৩ অক্টোবর) থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নিতে পারে। এতে কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা।</p>