<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ফ্র্যাঞ্চাইজির মূল প্রতিষ্ঠানের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে। রাজধানীর পল্লবী থানায় মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে থানার পুলিশ সূত্র।</p> <p>পল্লবী থানা সূত্রে জানা গেছে, সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সরওয়ার চৌধুরীর কাছ থেকে জোর করে লিখে নেওয়ার অভিযোগে এ মামলাটি করা হয়। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সরওয়ার চৌধুরী বাদী হয়ে মামলাটি করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাংলাদেশের সামনে শেষ দিনের চ্যালেঞ্জ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/30/1727699637-2ea2397e72e73f7f063c2fb0ede7886a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাংলাদেশের সামনে শেষ দিনের চ্যালেঞ্জ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/09/30/1430512" target="_blank"> </a></div> </div> <p>মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহ-মালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। </p> <p>এজাহারে বলা হয়েছে, মাশরাফির কার্যালয়ে বসে হেলাল বিন ইউসুফ শুভ্র নামের সিলেট স্ট্রাইকার্সের সহমালিক সরওয়ার চৌধুরীর মাথায় রিভলবার ঠেকিয়ে ছিলেন।</p> <p>মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাতপরিচয় (রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কম্পানির এক কর্মকর্তা), কে এম রাসেল, বাবলু, অজ্ঞাতপরিচয়সহ মোট আটজনকে আসামি করা হয়েছে।</p>