<p>অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদের প্রধান সব প্রবেশপথে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। প্রবেশকালে সন্দেহভাজন মুসল্লিদের তল্লাশি করা হচ্ছে। </p> <p>আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটে জুমার নামাজের মুহূর্তে এমন চিত্র দেখা গেছে।</p> <p>জানা যায়, সরকার পতনের পর দীর্ঘ অনুপস্থিতি শেষে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিন জুমার নামাজে উপস্থিত হলে তাকে কেন্দ্র করে মসজিদের ভেতরে হট্টগোল ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরে গত ২২ সেপ্টেম্বরের পর মুফতি মো. রুহুল আমিনকে জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনার পরপরই ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মহা. বশিরুল আলমকে বদলি করা হয়। </p> <p>খিলগাঁও জোনের এসি পেট্রল কাজী ওয়াজেদ জানান, আজকে নির্দিষ্ট কোনো প্রগ্রাম নেই। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। গত শুক্রবার একটা ঝামেলা হয়েছে। তা ছাড়া ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে হয়তো বিক্ষোভ মিছিল হতে পারে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় আমরা সতর্ক অবস্থানে রয়েছি।</p> <p><br />  </p>