<p>নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল থেকে রাজধানীসহ প্রায় সারা দেশেই বৃষ্টি হচ্ছে। তবে আগামীকাল সোমবার থেকে আবার বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের তাপমাত্রা বাড়তে পারে এক থেকে তিন ডিগ্রি।</p> <p>আবহাওয়া অধিদপ্তর আজ রবিবার সন্ধ্যা ৬টায় জানিয়েছে, স্থল গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় রয়েছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। ফলে বৃষ্টিও কমতে পারে।</p> <p>এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা কালের কণ্ঠকে বলেন, ‘স্থল গভীর নিম্নচাপটি ক্রমশ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যেতে পারে। এতে আগামীকাল (সোমবার) দুপুর বা বিকেলের পর বৃষ্টি কমতে পারে। পরের কিছুদিনে বৃষ্টি কমে তাপমাত্রা ক্রমে বাড়তে পারে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/15/1726410059-3515677305470cf338711821a36cddad.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দিল সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/15/1425758" target="_blank"> </a></div> </div> <p>তবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের তিন সমুদ্র বন্দর (চট্টগ্রাম, মোংলা ও পায়রা) এবং উপকূলীয় এলাকা কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।</p> <p>আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো  হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও সন্ধ্যা ৬টা পর্যন্ত কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে।</p> <p>এদিকে সারা দেশে আগামীকাল সামগ্রিকভাবে বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরের দুই দিনে (মঙ্গল ও বুধবার) বৃষ্টি ক্রমশ কমে তাপমাত্রা আরও বাড়তে পারে। </p> <p>রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে, ১৬১ মিলিমিটার। এ ছাড়া ফরিদপুর ও গোপালগঞ্জে ১৫১ মিলিমিটার, বরিশালে ১২৯ মিলিমিটার ও যশোরে ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।</p>